বায়োটেকনোলজির শুরুর লগ্নে

বায়োটেকনোলজির শুরুর অবস্থা

আমি একজন বায়োটেকনোলজিস্ট।বায়োটেকনোলজি থেকে বি.এস.সি ডিগ্রি নেবার পর যখন চাকরির জন্য চেষ্টা করেছিলাম তখন দেখেছি অধিকাংশ লোকজনের মধ্যেই বায়োটেকনোলজি সম্পর্কে কোন ধারনা নাই ।আবার যখন বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট থেকে এম. এস করলাম তখনও দেখি একই অবস্থা ।কিন্তু আসলে বায়োটেকনোলজি কোন নতুন ধারনা নয়। মানুষ যোগাযোগ থেকে কৃষি ক্ষেত্রে বীজ নির্বাচনের ক্ষেত্রে ভালো জাত নির্বাচন করে আসছে।আবার পাউরুটি তৈরীতে ইস্টের ব্যবহার নতুন কিছু না। সবই কিন্তু বায়োটেকনোলজির ই অংশ।বর্তমানের খাদ্য, চিকিৎসা, কৃষি, ঔষধ, পরিবেশ সব ক্ষেত্রে বায়োটেকনোলজির অবদান দৃশ্যমান ।এখন সময় এসেছে আমাদের দেশে বায়োটেকনোলজি সম্পর্কে সবাইকে জানানোর, আর সরকারি, বেসরকারী ভাবে বায়োটেকনোলজির ক্ষেত্র সম্পসারন করার। আমার কানেকশনে যে সকল বায়োটেকনোলজিস্ট ভাই বোনেরা আছেন সবাইকে আহ্বান করছি আপনারা বায়োটেকনোলজি সম্পর্কে সকলকে জানান, হোক তা নিজে নিজে বা স্যোসাল মিডিয়ার মাধ্যমে ।আর বায়োটেকনোলজির শিক্ষকদের কাছে আমার আবেদন আপনারা সরকারের বিভিন্ন প্রতিনিধির সাথে যোগাযোগ করে বায়োটেকনোলজির ক্ষেত্র সম্প্রসারণ করতে এগিয়ে আসুন। গবেষণায় যেন আমরা সুযোগ পাই সে ক্ষেত্রে নজর দিন।সবার মঙ্গল কামনা করে লেখাটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে ।

বায়োটেকনোলজির শুরুর লগ্নে

Comments

Popular posts from this blog

টাইট্রেশন

সত্য পথ

"Achieving Radiant Skin: The Ultimate Guide to Choosing the Best Face Wash"