Posts

Showing posts with the label Love Story

অবষন্ন প্রেম

কবিতার কোল জুড়ে কষ্ট ভালোবাসার উত্তাপ হৃদয় ছেদনকারী অস্র নোঙর তোলা পাল আজ পথ ভ্রষ্ট । বেদনার কোল জুড়ে নিদারুণ হাহাকার অসীমের বুক আজ মরুময় রুদ্রতায় উষ্ণ। কল্পলোকের সীমানার দিগন্ত অলিক কালোমেঘে দগ্ধ । আষাঢ়ের বাতাস বহেনা শিরা উপশিরায় বিষ করে অবিরত অবসন্ন । ঠুনকো প্রেম বহমান অবিরত ধারার পরাবাস্তব দুনিয়ায় আজ বড় আপনময়। বিষন্ন প্রেমিক আজ রিক্ত আহাজারি আওয়াজ দুনিয়ার বুকে আজ তুচ্ছ ।

শূন্য বাগান

ভরা মাঠে খেলে বেড়ায় জোছনা খল খল তার হাসি, হাহাকার করে তার মনে, শূন্যতার পাহাড় চেপে আছে, বুকের মাঝে। চাঁদের হাসি তাকে স্পর্শ করেনা, হিমালয়ের সমান উচু ভালোবাসা, শূন্য হৃদয়ের কাছে, মূল্যহীন । অভাবী কৃষক কষ্টের ফসল তুলে ঘরে মনটা তার আনন্দে ভরে পরক্ষণেই বেধনা পাওনাদারের টাকা মেটানো ফসল সব সওদ পারে কী কেউ পূর্ণ চন্দ্রগ্রহনে জোন্সনায় ভিজতে হয়তো পারে নয়তো না তবুও থেমে নেই , শূন্যতার পশরা, বয়ে চলে চক্রবৃদ্ধি হারে, এপার থেকে ওপারে।

Crazy Love Not Sustain

Crazy love, sad ending I am here with you for sharing a love story. Mr. Tamal with his two daughters lived in outskirts of a city. The elder one was tinni and younger one was munny. Both girls were very talented and beautiful from their childhood. They became grew up with the course of time. As they were talented, Mr. Tamal made all the best arrangements for their education. Days were passing by the law of nature. When Tinni was in class eight, a boy from class ten was fallen love with her. Tinni never care for the boy. The boy’s name was Jisan. But Jisan stuck on Tinni. The village people of Tinni noticed the mater about that Jisan continuously disturbing Tinni. They beat Jisan near a market. Jisan got injured moderately on head. When tinni knew that Jisan had beaten for her, she started to feel bad for Jisan. The feeling turned into love. Tinni started fell love with Jisan. She communicated with Jisan. Then they fixed their first date. They met together in a

কষ্টের বাস্তবতা

বাস্তবধর্মী গল্প: আজ আপনাদের শোনাব গ্রামের সহজ সরল মেয়ের বাস্তব কাহিনী । পাবনা জেলার দূরবর্তী প্রত্যন্ত গ্রামের গল্প ।আষাঢ় মাসের প্রথম সপ্তাহের শেষ দিন।এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নিল একটা শ্যামলা রঙের মেয়ে ।পাঁচ ভাইবোনের সবার ছোট।আদরের কোন কমতি ছিলনা।মেয়েটির নাম ঝর্ণা ।বাবা আর ভাইয়েরা মিলে যা রোজগার করত তাতে সংসার ভালই চলত।আস্তে আস্তে মেয়েটি বড় হতে লাগল। গ্রামের স্কুল থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেষ করে মাধ্যমিকে ভর্তি হয়।গ্রামের হাইস্কুলে ।মাধ্যমিক পাশও করল।ভালই চলছিল দিনগুলো ।এদিকে মাধ্যমিকে পাশ করার পর কলেজে ভর্তি হয়। মেয়ে বড় হচ্ছে, বাবা মায়ের চিন্তার শেষ নেই ।ভালো পাত্র দেখে বিয়ে দিতে হবে ।এমনিতেই শ্যামলা মেয়ে ।পাত্রপক্ষ সাধারণত ফর্সা মেয়েদেরই বেশি পছন্দ করে।উপরওয়ালা সবার জন্য জোড়া লিখে রেখেছেন ।এনিয়মে ঝর্ণারও বিয়ে হয়ে গেল। ঝর্ণার স্বামীর পরিবার মোটামুটি স্বচ্ছল ছিল।বিয়ের প্রথম আট নয় মাস সুখে শান্তিতেই কাটছিল।এর মধ্যে ঝর্ণার গর্ভে এল সন্তান ।যথাসময়ে একটি মেয়ে বাচ্চার জন্ম দিল ঝর্ণা ।মেয়ে বাচ্চা জন্ম দেওয়ার পর থেকেই ঝর্ণার জীবনের দূর