স্কুল ব্যাগের কথা
:ছোট বেলার স্মৃতি গুলো যখন মনে পড়ে তখন সবারই কম বেশি মনে পড়ে স্কুলে ফেলে আসা দিনের কথা।প্রথম দিন স্কুলে যাওয়া।স্যারদের স্মৃতি আর কত কি ।ফেলে আসা শৈশব হাতড়ে বেড়ায় অনেকেই । স্কুলের কথা যখন মনে পড়ে তখন মনে পড়ে স্কুল ব্যাগের কথা ।ব্যাগটা কেমন ছিল দেখতে,রংটা কেমন ছিল আর কত কি। ফেলে আসা দিন গুলো যেমন নেই ব্যাগটাও তেমন নেই ।স্মৃতির উপর দূলু জমে সব মলিন ।
0 Comments