Posts

Showing posts with the label News

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আগাতে হতাহত অনেকে

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত মৃতের সংখ্যা বৃদ্ধি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ধারাবাহিক ভাবে টর্নেডোর আঘাতে অন্তত 26 জন নিহত হয়েছেন। অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎ ও গৃহহীন হয়ে পরেছে। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী 60 টির বেশি টর্নেডো ধারাবাহিক ভাবে আঘাত হেনেছে ।আরাকানাস, টেনেসি, ইন্ডিয়ানা, আলাবামা এবং মিসিসিপি সহ সব রাজ্যেই মৃত্যুর ঘটনা ঘটেছে । একজন ভুক্তভোগী বলেছেন যে তাঁর স্বামী ও সন্তান আর কুকুর নিয়ে ছোট বাথরুমে আশ্রয় নিয়েছিলেন এবং একে অপরকে বিদায় জানাচ্ছিলেন, তারা ভেবেছিলেন হয়ত তারা মারা যাচ্ছেন । রাজ্যের গভর্নর রাজ্যে জরুরী অবস্থা জারি করেছেন । ভার্জিনিয়া, ওহিও এবং পেনসিলভেনিয়ায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। Source: bbc news.

Personal finance planning that helps you overcome financial crisis

Image
Personal Finance planning for better life leading: Financial planning can help individual to achieve financial goals and objectives. A proper financial planning is required for living a better life. Pic: A man preparing personal finance planning. Table of Contents What is Personal finance planning? Importance of Personal finance planning Steps involves in Personal finance planning Challenges in good personal finance planning Conclusion What is Personal finance planning? Personal financial planning is the process of managing one's individual or household finances in order to achieve financial goals and improve overall financial well-being. It involves creating a comprehensive plan that considers various aspects of personal finance, such as budgeting, saving, investing, managing debt, tax planning, retirement planning, and risk management. Importance of Perso

কৌতুক অভিনেতা ভাদাইমার বিদায়

কৌতুক অভিনেতা ভাদাইমা খ্যাত আসান আলীর চির বিদায় টাঙ্গাইলের জনপ্রিয় কৌতুক অভিনেতা ভাদাইমা ওরফে আসান আলী গত 22 মে তারিখে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। খবরে প্রকাশ তিনি দীর্ঘ দিন ধরে ব্লাড ক্যান্সারে ভোগছিলেন। কিন্তু তিনি বিষয়টি কাউকে না জানতে দিয়ে দিনের পর দিন হাসি মুখে অভিনয় করে গেছেন ।2008- 09 সালের দিকে আসান আলী প্রথমে কৌতুক অভিনয় নিয়ে দর্শকদের সামনে আসেন। এরপর একের পর এক হাস্যরস পূর্ণ কৌতুক উপহার দিয়ে সহজেই দর্শক হৃদয় কেড়ে নিতে সক্ষম হন। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত । তার শোক স্ন্তস্হ পরিবারের পরি গভীর সববেদনা জ্ঞপন করছি। সর্বোপরি তার আত্মার শান্তি কামনা করছি আমাদের ব্লগের পক্ষ থেকে।

মাত্র ৪৬-এ সড়ক দুর্ঘটনায় প্রাণ দিলেন প্রাক্তন অজি তারকা এন্ড্রু সাইমন্ডস

Image
সড়ক দুর্ঘটনায় চলে গেলেন এন্ড্রু সাইমন্ডস: শনিবার রাতে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। একটি মোড় ঘোরার সময় তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই বিপত্তি হয় বলে জানা গিয়েছে। টাউনসভিলের রাস্তা দিয়ে তাঁর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্ট গেলে এই বিপত্তি ঘটে। গাড়িটি অ্যালিস রিভার ব্রিজ থেকে বাঁদিকে যাওয়ার সময় উল্টে যায়। অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুতে ক্রীড়া অনুরাগীদের শোকের ছায়া নেমে এসেছে। সম্প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্নও হঠাৎ স্ট্রোক জনিত কারনে মারা যান। পুলিশের সূত্র থেকে জানা গেছে , ‘প্রাথমিক তদন্তে যে তথ্য উঠে এসেছে তাতে জানা গিয়েছে যে রাত ১১টার পর এলিস রিভার ব্রিজের কাছে হার্ভে রেঞ্জ রোডে গাড়িটি চালাচ্ছিলেন সাইমন্ডস। গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং দুর্ঘটনা ঘটে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাইমন্ডসকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। তবে তাঁর আঘাত গুরুতর হওয়ার কারণে সাইমন্ডসের মৃত্যু হয়। ফরেনসিক ক্র্যাশ ইউনিট এই দুর্ঘটনার তদন্ত করছে।