আঁকিবুকি

আঁকা- আঁকি

ছবি মানুষের মনের অনুভূতি প্রকাশের মাধ্যম।আঁকা- আঁকি করা মানুষগুলো একটু ভিন্ন ধরনের হয় ।যাকে বলে শৈল্পিক সত্তা।লোকেরা অনেক কারণেই ছবি আঁকে ।কেউ বা শখের বশে আবার কেউ পেশাদারিত্বের খাতিরে।শিল্পকর্ম আসলে মনের খোরাক।ছবি আঁকা-আঁকি এমন একটা শিল্পগুন যার মানদণ্ড নির্ধারণ করা খুবই কঠিন ।লক্ষ্য করলে দেখতে পাবেন একই ছবি কারও কাছে পছন্দ হচ্ছে আবার অন্য অনেকের কাছে নাও পছন্দ হতে পারে ।এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল বলেছিলাম আপনি যে এত ছবি আঁকেন, কোন নির্দিষ্ট কারন আছে কি? তিনি উত্তরে বললেন, আসলে মনের কোণে যখন কোন ছবি উঁকি দেয় তাই কল্পনার জগৎ থেকে বাস্তবে রুপ দিতে চাই, সৃজনশীলতা মিশিয়ে মনের ভাব প্রকাশ করতে চাই। আঁকা- আঁকি নিয়ে কয়েকজন বিখ্যাত ব্যক্তির উক্তি উল্লেখ করা যাক, " আমি মাঝে মাঝে মনেকরি আঁকার মতো আনন্দদায়ক কিছু নেই"। ভিনসেন্ট ভ্যান গগ। "একজনকে সর্বদা আঁকতে হবে, চোঁখ দিয়ে আঁকতে হবে, যখন কেউ পেন্সিল দিয়ে আঁকতে পারেনা"। বেলথাস। মানুষের প্রথম লেখা ছিল আঁকানো, লেখা ছিল না।মারজানে সাতরপি। ছোট বাচ্চাদের দেখা যায় ড্রইং পেন্সিল বক্স দিয়ে আঁকা আঁকি দাগা দাগি করতে খুব পছন্দ করে ।আঁকা আঁকি বাচ্চাদের মনের ভাব প্রকাশের মাধ্যম হয় অনেক ক্ষেত্রে । অবশেষে বলা চলে, আঁকা আঁকি প্রকৃতপক্ষেই সৃজনশীল শিল্পকর্ম ।

Post a Comment

0 Comments