টাইট্রেশন

 টাইট্রেশন এমন একটি পদ্ধতি যার সাহায্যে জানা ঘনমাত্রার দ্রবনের সাথে অজানা ঘনমাত্রার দ্রবনের বিক্রিয়া ঘটিয়ে অজানা ঘনমাত্রার দ্রবনের ঘনমাত্রা নির্ণয় করা হয় । এটি সম্ভব হয় একমাত্র এই কারণে যে, কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিরয়ক গুলো একটি নির্দিষ্ট মোল সংখ্যায় অংশগ্রহণ করে ।


Comments

Popular posts from this blog

Protein

দ্রব্য মূল্য বৃদ্ধি ও নাগরিক ভাবনা

গ্রাম বাংলার লোককথা পঞ্চম পর্ব