কোয়ান্টাম সংখ্যা

যে সকল বিষয় বা সংখ্যা দ্বারা পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রনের অবস্থানের পূর্ণ বিবরণ দেয়া সম্ভব, সেগুলোকে কোয়ান্টাম সংখ্যা বলে। কোয়ান্টাম সংখ্যা মোট চারটি ।যেগুলো হল 1. প্রধান বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা , n (Principal quantum number) 2. সহকারী কোয়ান্টাম সংখ্যা, l (Subsidery quantum number) বা আজিমুথাল কোয়ান্টাম সংখ্যা (Azimithal quantum number) 3. চুম্বন কোয়ান্টাম সংখ্যা, m (Magnetic quantum number) 4. স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, s (Spin quantum number)

ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা

Comments

Popular posts from this blog

টাইট্রেশন

সত্য পথ

খাদ্য নিরাপত্তা কি?