যে সকল বিষয় বা সংখ্যা দ্বারা পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রনের অবস্থানের পূর্ণ বিবরণ দেয়া সম্ভব, সেগুলোকে কোয়ান্টাম সংখ্যা বলে। কোয়ান্টাম সংখ্যা মোট চারটি ।যেগুলো হল 1. প্রধান বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা , n (Principal quantum number) 2. সহকারী কোয়ান্টাম সংখ্যা, l (Subsidery quantum number) বা আজিমুথাল কোয়ান্টাম সংখ্যা (Azimithal quantum number) 3. চুম্বন কোয়ান্টাম সংখ্যা, m (Magnetic quantum number) 4. স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, s (Spin quantum number)
0 Comments