প্রেম কাহিনী নাকি বন্ধুত্ব ভালোবাসা

প্রেম কাহিনী এবং বন্ধুত্ব ভালোবাসার গল্প

গ্রামের প্রেম কাহিনীগুলো অনেক রকমের হয়ে থাকে । আজকে আপনাদের ওরকম একটা কাহিনী শোনাব। এটাকে প্রেম কাহিনী বলাযায় কিনা তা বলার দায়িত্ব আপনাদের । কাহিনীর শুরুটা হয় এভাবে, সেচ দেওয়ার মেশিনের ঘরের পাশেই মেশিনের মালিকের ভাতিজির ঘর। গ্রামের এক ছেলে থাকে ধান ক্ষেতের পাশে ছোট একটা চাটাই দিয়ে তৈরি ঘরে। ছেলেটার ঘরে টিভি ডিভিডির ব্যবস্থা আছে। মেয়েটি আবার টিভি ডিভিডি দেখতে পছন্দ করে। ফলে মেয়েটি মাঝে মাঝেই ছেলেটির ঘরে ঘুরতে চলে আসে। ভালোমন্দ আলাপচারিতা হয় । মেয়েটি যাওয়ার সময় টিভি অথবা ডিভিডি সেট নিয়ে যায় ।নিজের ঘরে বসে দেখার জন্য । এভাবেই চলতে থাকে গল্পের কাহিনী। টিভি ডিভিডি দিতে নিতে দুজনের মধ্যে গাঢ় বন্ধুত্ব তৈরি হয়ে যায় । একজন আরেকজনের ঘরে নিদ্বির্ধায় চলে আসে।

গ্রামের প্রেম কাহিনী
ছবি:গ্রামের প্রেম কাহিনী,Photo credit: freepik.

এতকিছুর পরেও তারা তাদের সম্পর্ক পবিত্র সম্পর্ক পর্যন্তই বজায় রেখে চলে। কেউ কখনো মনে মনেও বাজে ধারনা করেনা একে অপরকে নিয়ে । কিন্তু দুজন দুজনকে না দেখলে খুব মন খারাপ হয় । এদিকে দেখতে দেখতে নতুন ধান রোপন করার সময় আসে। প্রথমেই বলেছিলাম ছেলেটির ঘর চাষের জমির পাশে। জমিতে জমির মালিক হাল চাষ করবে। ফলে জমির মালিক ছেলেটিকে তার ঘর ভেঙে ফেলতে বলে। অবশেষে চলে আসে ছেলেটির ঘর ভাঙার দিন। ঘর ভাঙার দিন ছেলেটি মেয়েটির ঘরে যায় । দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করে একে অপরের কাছ থেকে বিদায় নেয় অশ্রুশিক্ত নয়নে। এভাবেই শেষ হয় আরেকটি গল্প কাহিনী। গল্পগুলো শুধু নিছক গল্পই নয়, যেন জীবন্ত । অনন্তকালের পথে বয়ে চলতে চায়,নতুন আরেক কাহিনী সৃষ্টির লক্ষ্যে ।

Post a Comment

0 Comments