প্রধান কোয়ান্টাম সংখ্যা , n (Principal quantum number): ইহা হচ্ছে বৈজ্ঞানিক বোর কর্তৃক প্রস্তাবিত শক্তি স্তর ( Energy level) । পরবর্তীতে একে মূল শক্তিস্তর বলে আখ্যায়িত করা হয়েছে এবং n দ্বারা সূচিত করা হয়েছে । বৈজ্ঞানিক বোরের মতবাদ অনুসারে ইলেকট্রনের সেই কক্ষপথকেই অনুমোদিত বলে গন্য করা হয়, যেখানে ইলেকট্রনের কৌনিক ভরবেগ , mvr=nh/2π , এখানে n = 1,2,3 ইত্যাদি পূর্ণ সংখ্যা ।এই n কেই প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে । এর মান নিউক্লিয়াস হতে ইলেকট্রনের কক্ষপথের গড় দূরত্ব অর্থাৎ প্রধান শক্তিস্তরের অপেক্ষিক অবস্থান ও আকার বুঝা যায় । n এর মান যত বেশি হবে প্রধান শক্তিস্তরটি নিউক্লিয়াস হতে তত বেশি দূরে অবস্থান করে এবং পরমাণুর আকারও তত বেশি বড় হবে, যেখানে n= 1 দ্বারা প্রথম শক্তিস্তর, n= 2 দ্বারা দ্বিতীয় শক্তিস্তর, n= 3 দ্বারা তৃতীয় শক্তিস্তর প্রভৃতি বুঝানো হয়ে থাকে । প্রধান শক্তিস্তরের এই গননা নিউক্লিয়াসের নিকটতম শক্তিস্তর হতে শুরু করা হয় । প্রাচীন পদ্ধতি অনুসারে n= 1, 2 , 3 ইত্যাদি শক্তিস্তর - সমূহকে যথাক্রমে K, L, M, N প্রভৃতি অক্ষর দ্বারা প্রকাশ করা হত এবং এদেরকে শেল বলা হত।
0 Comments