চুম্বক কোয়ান্টাম সংখ্যা, m (Magnetic quantum number) : বৈজ্ঞানিক জীমান (Zeeman) বুঝতে পারলেন যে, বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে পরমাণুর বর্ণলী রেখা পুনরায় কতগুলো সূক্ষ্মতর রেখায় বিভক্ত হয় । ইলেকট্রনের উপর চৌম্বক ক্ষেত্রের এই প্রভাবকে ব্যাখ্যা করার জন্য চৌম্বক কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় । এই কোয়ান্টাম সংখ্যাকে m প্রতিক দ্বারা প্রকাশ করা হয় । চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা আরোপিত চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রন কক্ষপথের বিভিন্ন কৌনিক অবস্থান বুঝায়। শক্তিস্তরসমূহের এরূপ কৌনিক অবস্থানকে অর্বিটাল ( Orbital) বলা হয় । চৌম্বক কোয়ান্টাম সংখ্যা m দ্বারা এর মান শূন্যসহ +l এবং-l পর্যন্ত যেকোন অখন্ড সংখ্যা হতে পারে । শক্তিস্তরের সম্ভাব্য কৌনিক অবস্থানের সর্বমোট সংখ্যা (2l+1) হয়ে থাকে । যেমন l =0 হলে m=0, l=1 হলে, m=+1,0, -1, l=2 হলে m = +2, +1, -1,-2, l=0 এর জন্য উদ্ভূত অর্বিটালকে s অর্বিটাল, l = 1, এর জন্য উদ্ভূত অর্বিটালকে P অর্বিটাল, l = 2 এর জন্য উদ্ভূত অর্বিটালকে f অর্বিটাল বলা হয় ।
0 Comments