কৌতুক অভিনেতা ভাদাইমার বিদায়

কৌতুক অভিনেতা ভাদাইমা খ্যাত আসান আলীর চির বিদায়

টাঙ্গাইলের জনপ্রিয় কৌতুক অভিনেতা ভাদাইমা ওরফে আসান আলী গত 22 মে তারিখে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। খবরে প্রকাশ তিনি দীর্ঘ দিন ধরে ব্লাড ক্যান্সারে ভোগছিলেন। কিন্তু তিনি বিষয়টি কাউকে না জানতে দিয়ে দিনের পর দিন হাসি মুখে অভিনয় করে গেছেন ।2008- 09 সালের দিকে আসান আলী প্রথমে কৌতুক অভিনয় নিয়ে দর্শকদের সামনে আসেন। এরপর একের পর এক হাস্যরস পূর্ণ কৌতুক উপহার দিয়ে সহজেই দর্শক হৃদয় কেড়ে নিতে সক্ষম হন। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত । তার শোক স্ন্তস্হ পরিবারের পরি গভীর সববেদনা জ্ঞপন করছি। সর্বোপরি তার আত্মার শান্তি কামনা করছি আমাদের ব্লগের পক্ষ থেকে।

Post a Comment

0 Comments