পহেলা বৈশাখ - শুভ নববর্ষ ১৪৩০

পহেলা বৈশাখ

আজ পহেলা বৈশাখ 1429। পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন । বাংলাদেশ ছাড়াও ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে প্রতিবছর এই দিনটি উৎসব আমেজের মধ্যে উৎযাপিত হয় ।এই দিনে বাঙালিরা নানা রঙে সাজে। পান্তা ইলিশ খাওয়ার মাধ্যমে দিন শুরু করে অনেকে। কোথাও কোথাও আবার পান্তা ইলিশ উৎসবও হয় ।

বৈশাখী র্যালি হয় শহরের রাস্তায় রাস্তায় ।শহরে ও গ্রামে বিভিন্ন স্থানে শুরু হয় মাসব্যাপী বৈশাখী মেলা । গ্রাম কিংবা শহর যেখানেই হোক না কেন, বৈশাখ মানেই বাঙালির আনন্দ । দোকানিরা হালখাতা করে। পুরনো হিসাবের খাতা বন্ধ করে নতুন হিসাবের খাতা খুলে। যতটুকু জানা যায় মোগল সম্রাট আকবরের আমলে প্রথম পালিত হয় পহেলা বৈশাখ ।তার পর থেকেই বাঙালী জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে আজও রয়ে গেছে এ দিনটি। পুরনো জরা-জীর্ন ভুলে নতুনের বার্তা নিয়ে আসহে বৈশাখ, আসহে।

Post a Comment

0 Comments