Ntrca- এর নিয়োগ ও এম.পি.ও জটিলতা

এনটিআরসিএর মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের এম.পি.ও নিয়ে হয়রানির শেষ কোথায় ?

গত ফেব্রুয়ারিতে এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগ হয়। কেটে গেছে ছয়মাস। কিন্তু দেখা গেছে অনেকেরই এখনো এম.পি.ও ভুক্ত হতে পারেননি। তাঁদের সাথে কথা বলে জানা গেছে তুচ্ছ কারনে বার বার ফাইল রিজেক্ট হয়ে যাচ্ছে । কখনো উপজেলা থেকে, কখনো জেলা শিক্ষা অফিস থেকে, আবার কখনো বিভাগ থেকে। এমন অবস্থায় বিনা বেতনে চাকরি করে মানবেতর জীবনযাপন করছেন অনেকে। শিশির ভাই (ছদ্মনাম) গত নিয়োগে নিয়োগ প্রাপ্ত হন। এরপর তিনি এম.পি.ওর জন্য তিনবার আবেদন করেও এম.পি.ও ভুক্ত হতে পারেন নি। এখন তিনি পুরো হতাশ। তিনি আক্ষেপ করে বলেন মহান পেশায় এসে শেষ পর্যন্ত না আবার পরিবার নিয়ে না খেয়ে থাকতে হয় ।

এম.পি.ওর নামে আর কতকাল বেসরকারি শিক্ষকদের হয়রানি হতে হবে তা কেউ বলতে পারে না। সরকারি ভাবে যেহেতু নিয়োগ হয়েছে সেহেতু বেতন নিয়ে এত ঝামেলার কারন কিইবা হতে পারে এই ডিজিটাল বাংলাদেশে আমাদের মত সাধারন মানুষের মাথায় ঢুকে না। যথাযথ কর্তৃপক্ষের কাছে সবিনয় আবেদন যেন এম.পি.ও জটিলতা নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে শিক্ষকদের স্বাভাবিক জীবন-যাপন করার সুযোগ করে দেওয়া হয়

Comments

Popular posts from this blog

Protein

দ্রব্য মূল্য বৃদ্ধি ও নাগরিক ভাবনা

গ্রাম বাংলার লোককথা পঞ্চম পর্ব