বিয়ে বাড়ির আনন্দ

বিয়ে বাড়ির আনন্দ কাছে থেকে দেখা


কিছু দিন আগে একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম। বিয়ে বাড়ি মানেই আনন্দ , উৎসব। ছোট ছোট বাচ্চারা চারদিকে হইহুল্লোড় করছিল । বিভিন্ন রঙের লাল নীল আলোর বাতি দিয়ে সমস্ত বাড়ি সাজানো ছিল, যা দেখে বাচ্চাদের খুব আনন্দ হচ্ছিল । বরযাত্রী প্রবেশের দরজা ছিল নানা কারুকাজে সাজানো, সেখানেও বাচ্চাদের ভিড় ছিল। শিশুদের আনন্দ যেন ধরেনা। তারা এদিক সেদিক দৌড়াচ্ছিল ।বর আসবে, বর দেখবে । বউ সাজবে, বউ দেখবে। বিয়ে বাড়ির আরেকটি আকর্ষণ হচ্ছে খাওয়া-দাওয়া। বিয়ে বাড়িতে পোলাও মাংস খাওয়ার জন্য আমন্ত্রিত অতিথি ছাড়াও বাড়ির আসেপাশের গৃহপালিত কুকুর বিড়াল গুলোও চলে আসে খাবারের গন্ধে। বিনা দাওয়াতেই তারা হাড়গোড় খেয়ে চলে যায় । বিয়ে পড়ানো যখন শুরু হয় তখন সবাই ভিড় করে বিবাহ পড়ানো দেখতে। মহিলারা নানারকম গান বা গীত গেয়ে নতুন বর কনে কে অভ্যর্থনা জানায়। এগুলো বাঙালী সংস্কৃতির আদি রীতি। যুগ যুগ থেকেই এটি চলে আসছে। আবার বরের সাথে কনের আত্মীয় এবং কনে পক্ষের লোকের সাথে বরের আত্মীয়রা নানারকম রসিকতা করে থাকে। যেমন বরের জুতা সরিয়ে রেখে টাকা আদায়, তার মধ্যে অন্যতম । এগুলো বিয়ের আনন্দের অংশ । যুগ যুগ ধরে বাঙালি বিয়ে গুলো বয়ে বেড়াক এমন উৎসব, যা আমাদের স্বকীয়তা, একান্তই আমাদের নিজের ।

বিয়ে বাড়ার আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে বর ও কনে
ছবি: বিয়ে বাড়ির আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে বর ও কনে

Comments

Popular posts from this blog

টাইট্রেশন

সত্য পথ

"Achieving Radiant Skin: The Ultimate Guide to Choosing the Best Face Wash"