IELTS
কয়েকদিন থেকেই ভাবছি IELTS নিয়ে বাংলায় কিছু লিখব। কিন্তু কোন ভাবেই সময় বের করতে পারছিলাম না । আজ চলে আসলাম আপনাদের মাঝে আইইএলটিএস সম্পর্কে পরিস্কার ভাবে কিছু কথা লিখতে, যাতে করে আপনারা আইইএলটিএস সম্পর্কে সাধারন একটি ধারনা পেতে পারেন। আর এ আলোচনাটি যারা আইইএলটিএস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য , যারা ইতিমধ্যে আইইএলটিএস সম্পর্কে দক্ষতা অর্জন করেছেন তাদের জন্য নয়। IELTS - International English Language Testing System , কে সংক্ষেপে আইইএলটিএস বলে। ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে আন্তর্জাতিক স্বীকৃত একটি পরীক্ষা হচ্ছে আইইএলটিএস । ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি ( আইইএলটিএস অস্ট্রেলিয়া ও কেমব্রিজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট) যৌথভাবে এটি পরিচালনা করে । তার অর্থ হচ্ছে আইইএলটিএস পরীক্ষা ব্রিটিশ কাউন্সিল অথবা আইডিপি , যে কোন এক প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করলেই হবে। আগে যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়াতে পড়াশোনার জন্য আইইএলটিএস অপরিহার্য ছিল। কিন্তু এখন আমেরিকার ও ইউরোপের প্রায় অধিকাংশ দেশেই আইইএলটিএস গ্রহনযোগ্য। এই পরীক্ষায় যে কেউ অংশগ্রহণ করতে পারে । এখানে বয়সের কোন বাধ্যবাধকতা নেই । বাংলাদেশে আইইএলটিএস পরীক্ষা পরিচালনার সাথে ব্রিটিশ কাউন্সিল প্রতিষ্ঠানটি সুপরিচিত ।
পরীক্ষার ধরনঃ
আইইএলটিএস পরীক্ষা দেওয়া যায় দুই ধরনের মডিউলে। এগুলো হচ্ছে একাডেমিক এবং জেনারেল ট্রেনিং । স্নাতক, স্নাতকোত্তর বা পিএইচডির জন্য যারা ভর্তি প্রস্তুতি নিতে চান তাদের জন্য হচ্ছে একাডেমিক আইইএলটিএস । আর যদি কোন শিক্ষার্থী কারিগরী বিষয় বা প্রশিক্ষণে ভর্তি হতে চান তারা জেনারেল ট্রেনিং মডিউলে অংশগ্রহণ করেন । আবার যারা ইমিগ্রেশন এর জন্য যেতে চান তাদেরকেও জেনারেল ট্রেনিং মডিউলে অংশগ্রহণ করতে হয় । আইইএলটিএস এর চারটি অংশ ।
শ্রবন তথা Listening : সিডি থেকে অডিও বাজিয়ে শোনানো হয় । চারটি অংশে এ পরীক্ষা নেয়া হয় । প্রতিটি অংশ কেবলমাত্র একবার করে বাজিয়ে শোনানো হয় । শোনে শোনে প্রশ্নের উওর দিতে হয় । মোট চল্লিশ নম্বরের পরীক্ষা হয় ।
লিখন তথা রাইটিং: ইংরেজি লিখতে পারার দক্ষতা যাচাই করা হয় । এখানে এক ঘণ্টায় দুটি প্রশ্নের উওর দিতে হয় । দ্বিতীয় প্রশ্নে প্রথমটির থেকে বেশি নম্বর থাকে।
পঠন তথা রিডিং: এ অংশে তিনটি অনুচ্ছেদ থেকে চল্লিশটি প্রশ্নের উওর দিতে হয় । বিভিন্ন জার্নাল, বই , পত্রিকা থেকে কিছু অংশ তুলে দেওয়া হয় এবং এখান থেকে শূন্যস্থান, ছোটপ্রশ্ন এগুলোর উওর দিতে হয় ।
কথন তথা স্পিকিং: এ অংশে পরীক্ষার্থী কে মোটামুটি এগার থেকে চোদ্দ মিনিটের পরীক্ষা দিতে হয় । প্রথম অংশে কিছু সাধারন প্রশ্ন যেমন : পরিবার, পড়াশোনা, কাজ শখ ইত্যাদি নিয়ে । দ্বিতীয় অংশে একটি নির্দিষ্ট শিরোনামে টানা দুই মিনিট বলতে দেওয়া হয় । তৃতীয় অংশ হচ্ছে পরীক্ষকের সাথে কোন নির্দিষ্ট বিষয় নিয়ে কথোপকথন, যেখানে আপনার নিজের মতামত ও জানতে চাওয়া হতে পারে ।
নম্বর এর ধরন তথা স্কোরিং:
1 - 9 পর্যন্ত স্কেলে আইইএলটিএস স্কোরিং করা হয় । চারটি অংশে প্রাপ্ত নম্বর এর গড় করে চুড়ান্ত স্কোর প্রকাশ করা হয় ।
তথ্য সূত্র: IELTS Org
1 Comments
great post.
ReplyDelete