গ্রাম বাংলার লোককথা চতুর্থ পর্ব

গ্রাম বাংলার লোককথা পর্ব চার

বেশ কিছুদিন বিরতির পর আবার আপনাদের কাছে হাজির হলাম গ্রাম বাংলার লোককথা চতুর্থ পর্ব নিয়ে । আজ আপনাদের টাঙ্গাইল জেলার দূরবর্তী একটি গ্রামের গল্প শোনাব ।টাঙ্গাইলের স্থানীয় ভাষায় অপেক্ষাকৃত উচু জমি নিয়ে গঠিত এলাকাকে পাহাড় বলে। এমন একটা গ্রামের চিত্রই আজ ফুটিয়ে তুলতে চেষ্টা করব। গ্রামটি এমন জায়গায় অবস্থিত যেখানে গ্রামের পশ্চিম দিক দিয়ে বয়ে চলেছে ছোট একটি নদী ।নদীটি গ্রামের হাট লাগোয়া ।বর্ষায় নদীতে যথেষ্ট পরিমাণ পানি থাকে। সারি সারি ইঞ্জিন চালিত নৌকা বর্ষাকালে গ্রামের হাটে সওদা করতে আসে। কিছু নৌকা আসে যাত্রী নিয়ে আবার অন্য গুলো আসে রকমারি পন্য সামগ্রী নিয়ে ।সপ্তাহে দুইদিন এখানে হাট হয় । গ্রামের মানুষ হাটের দিনে তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি কেনা বেচা করে ।সুলভ মূল্যে পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র । গ্রামের বাচ্চারা হাঁটের দিনে জিলিপি খাওয়ার বায়না ধরে হাঁটে আসে। ভারি মজার স্বাদের জিলিপি তৈরি হয় এখানকার হাঁটে । এছাড়ার হাঁটের দিন গরু মহিষ জবাই হয় । লোকজন হাঁট থেকে ফেরার সময় গরুর মাংস বা বড় মাছ নিয়ে বাড়িতে যায় । সেগুলি তৃপ্তি সহকারে খায় তাদের পরিবার পরিজন নিয়ে । গ্রামের মধ্য দিয়ে পূর্বে পশ্চিমে আর উওর দক্ষিণ বরাবর বয়ে চলেছে রাস্তা ।একসময় কাঁচা মাটির রাস্তা থাকলেও এখন পাকা হয়ে গেছে। গ্রামের মধ্যে আছে অনেক গুলো ছোট ছোট আম কাঁঠালের বাগান। জৈষ্ঠ মাসে যখন আম কাঁঠাল পাকে তখন চারদিক আম কাঁঠালের গন্ধে ভরে যায় ।গ্রামের মানুষ বিভিন্ন পেশার সাথে জড়িত থাকলেও অধিকাংশ মানুষ গ্রামে থাকতেই পছন্দ করে । গ্রামে একটি করে প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় রয়েছে । এছাড়া একটি কওমি মাদ্রাসাও রয়েছে ধর্মীয় শিক্ষার জন্য । গ্রামের সর্বত্র গাছ গাছড়ার ভরা।সব রকমের ফলের গাছই গ্রামে দেখা যায় ।ফসলের মধ্যে কলাই, মশুর ডাল, অড়হর এগুলো চাষ হয় প্রতিবছর ।সবজির মধ্যে চাষ হয় ওল কচু , মানকচু আর অন্যান্য কচুর জাত।এছাড়াও মণকে মণ বেগুনের চাষ হয় এখানে । স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা সহ সারাদেশে সরবরাহ করে। গ্রামের পাশে নদীতে প্রচুর দেশী মাছ । যখন বর্ষার শেষে পানি শুকিয়ে যায় গ্রামের সবাই মিলে মাছ ধরতে যায় । একসময় গ্রামের মানুষ দরিদ্র থাকলেও এখন দিন বদলেছে। সবাই কম বেশি সচ্ছল ।এভাবেই এগিয়ে চলেছে সমৃদ্ধির দিকে গ্রাম বাংলার অনেক গ্রাম ।

গ্রাম বাংলার লোককথা

Post a Comment

4 Comments

  1. গ্রামের গল্পগুলু সত্যেই সুন্দর।

    ReplyDelete
  2. খুব ভালো লাগলো

    ReplyDelete
  3. আপনার মূল্যবান মতামত জানানোর জন্য ধন্যবাদ ।

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete