রতনের বোনের বাড়ি যাত্রা প্রথম পর্ব

রতনের রোমাঞ্চকর ভ্রমন শুরুঃ

বোনের বাড়ি যাচ্ছিল রতন। রাস্তা ভুলে সে পাহাড়ি উপত্যকার কাছাকাছি চলে গেল। তার সাথে ভারি অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল । ডানা ছাড়াই মাটি থেকে চার পাঁচ হাত উপর দিয়ে উড়তে পারছে। সে উড়ে চলতে লাগল । যেতে যেতে এমন এক স্থানে পৌছল যেখান থেকে দূরে আকাশছোঁয়া কোলো পাহাড় দেখা যাচ্ছে ।মাঝে নদী আর নদীর ওপারে পাহাড়ি জংলি মানুষের বসবাস । নদীর ওপারে সভ্যতার আলো এখনো পৌছে নি। নদীর ওপারের পাহাড়ি লোকজন নদীর এপার আসার কোন পদ্ধতিও আবিষ্কার করতে পারে নি।ফলে তারা নদীর ওপারেই দলবদ্ধ ভাবে বসবাস করে । এদিকে রতন উড়ে চলেছে মাইলের পর মাইল, কিন্তু সে তার গন্তব্য খুঁজে পাচ্ছে না ।চলছে তো চলছেই । এ যাত্রার শেষ নেই।যতই সে এগিয়ে চলেছে সামনের দিকে ততই অপরিচিত এলাকার সন্ধান পাচ্ছে।

রতনের বোনের বাড়ি যাত্রা  প্রথম পর্ব

Comments

Popular posts from this blog

টাইট্রেশন

সত্য পথ

"Achieving Radiant Skin: The Ultimate Guide to Choosing the Best Face Wash"