রতনের বোনের বাড়ি যাত্রা প্রথম পর্ব

রতনের রোমাঞ্চকর ভ্রমন শুরুঃ

বোনের বাড়ি যাচ্ছিল রতন। রাস্তা ভুলে সে পাহাড়ি উপত্যকার কাছাকাছি চলে গেল। তার সাথে ভারি অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল । ডানা ছাড়াই মাটি থেকে চার পাঁচ হাত উপর দিয়ে উড়তে পারছে। সে উড়ে চলতে লাগল । যেতে যেতে এমন এক স্থানে পৌছল যেখান থেকে দূরে আকাশছোঁয়া কোলো পাহাড় দেখা যাচ্ছে ।মাঝে নদী আর নদীর ওপারে পাহাড়ি জংলি মানুষের বসবাস । নদীর ওপারে সভ্যতার আলো এখনো পৌছে নি। নদীর ওপারের পাহাড়ি লোকজন নদীর এপার আসার কোন পদ্ধতিও আবিষ্কার করতে পারে নি।ফলে তারা নদীর ওপারেই দলবদ্ধ ভাবে বসবাস করে । এদিকে রতন উড়ে চলেছে মাইলের পর মাইল, কিন্তু সে তার গন্তব্য খুঁজে পাচ্ছে না ।চলছে তো চলছেই । এ যাত্রার শেষ নেই।যতই সে এগিয়ে চলেছে সামনের দিকে ততই অপরিচিত এলাকার সন্ধান পাচ্ছে।

রতনের বোনের বাড়ি যাত্রা  প্রথম পর্ব

Post a Comment

0 Comments