দ্রব্য মূল্য বৃদ্ধি ও নাগরিক ভাবনা

দ্রব্য মূল্য নিয়ে নিদারুণ নাগরিক ভাবনা:

বছর দুয়েক আগের দ্রব্য মূল্যের দামের সাথে এখন বাজার দরের আকাশ পাতাল তফাৎ। সাধারন মানুষজন চিরদিনই স্বভাব সূলভ মহান আলোচক। আলোচনা চলে, গবেষণা চলে, চুলচেরা বিশ্লষণ ও চলে, কিন্তু শেষ পর্যন্ত সমাধানে কেউ পৌঁছার আগেই আড্ডা শেষ।

কিছুদিন আগে বিভিন্ন জরুরি কাজে কয়েকটা এলাকায় যাওয়ার প্রয়োজন পড়েছিল। বিভিন্ন জায়গায় চলাফেরা কারনে সচারচর বিভিন্ন মানুষের সাথে আলোচনা, কথা-বার্তা এগুলোর আদান-প্রদান সৌজন্যবোধের অংশ। আমিও তার ব্যতিক্রম না। কথা প্রসঙ্গে এক ভাই তার কিছু নিদারুণ কষ্টের কথা তুলে ধরলেন, যেগুলো যে কোন মানুষের হৃদয় ছোঁয়ে যেতে বাধ্য। ভাইয়ের কথাটাই আমি এখন সম্পূর্ণভাবে তুলে ধরছি।

  • " এইত কিছু বছর আগের কথা, গরুর গোশত কেজি প্রতি 300 টাকা আর খাসি কেজি প্রতি 500-650 টাকা।
  • পল্ট্রি মুরগি 100 টাকা কেজি, দেশিটা 250-300 টাকা ।
  • ফার্ম মুরগির ডিম হালি প্রতি 18-20 টাকা, দেশি মুরগির ডিম 30-35 টাকা।
  • মিষ্টি সাধারন দোকানেরটা 100 টাকা, জয়কালী মিষ্টি 150 টাকা ।
  • আটা প্রতি কেজি 20 টাকা , ময়দা কেজি প্রতি 30-35 টাকা ।
  • পোলাও চাউল বস্তার টা প্রতি কেজি 80- 90 টাকা আর প্যাকেটের টা প্রতি কেজি 115 টাকা।
  • সাধারন ভাত খাওয়ার চাউল 30-35 টাকা, মিনিকেট/ নাজিরশাইল 50-55 টাকা ।

  • এখন এসব দ্রব্যের দাম কেমন তা আপনারা যারা বাজারে যান তারা ভালোভাবেই জানেন। এরকম সব ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য আমরা আগেও ভালোটা খেতে পারিনি, আর এখন আগের সর্বোচ্চ দামে ,এখন সর্বনিম্ন মানের দ্রব্যটা পাওয়া যায় । তাহলে কিন্তু আমাদের ভালো জিনিসটা ক্রয়করা বা খাওয়া হলনা। এমনকরে সব দ্রব্যের দাম বাড়তে থাকলে আমাদের মতো সাধারণ মানুষেরা কি করে চলবে তা একমাত্র আল্লাহ্ সোবহানাতায়ালাই ভালো জানেন। ভালো জিনিসটা আর খাওয়া হবেনা হয়তো ।"

কথা গুলোর মাঝে যে তীব্র হতাশা আর আক্ষেপ ফুটে উঠেছে তা বুঝবার ক্ষমতা সব সময় হয়ত সবার থাকেনা, আবার বুঝেও অনেকে না বুঝার ভান করে থাকে।

পরিশেষে কিই বা আর বলার আছে, মধ্যবিত্ত মানুষের স্বপ্নগুলো সবসময় এভাবেই নিশ্পেশিত হয় কঠিন বাস্তবতার মাঝে। কষ্টের অজানা অধ্যায়ে দিনকে দিন নতুন পাতা যুক্ত হতে থাকে। এরকমটি চলতে থাকে সময়ের ধারাবাহিকতায়।

স্থানীয় একটি বাজারের ছবি
Photo: স্থানীয় একটি বাজারের ছবি

Post a Comment

0 Comments