বাহার উদ্দিনের বাহারী কার্যকলাপ

বাহারউদ্দিনের জীবন ভাবনা

ঢাকা শহরে চাকরি করেন বাহারউদ্দিন।পেশায় খাদ্য প্রকৌশলি।মোটামুটি বছর দশক ধরে ঢাকায় আছেন। গ্রামের বাড়ি নায়ায়নগন্ঞ্জে।বাবা মায়ের সাথেই ঢাকায় থাকে। লম্বাটে তামাটে বর্ণের চেহারা। বাহারউদ্দিনের রাগটা বরাবরই একটু বেশি । কোনটা হাসি তামাসা আবার কোনটা জরুরি কথা এর মাঝেও ব্যবধান ও মাঝে মাঝে বুঝতে পারেনা। দাঁড়ি গোফ বেষ্টিত চেহারা । একটা সেকশনের দায়িত্ব সে যথাযথভাবে পালন করতে চেষ্টা করে ।

দৃঢ়তার সাথে বিতর্কিত বিষয়াদি মোকাবিলা করার যথেষ্ট সাহস তার মাঝে বিশেষভাবে লক্ষ্যণীয়, তবে কোন বিষয়কে যথেষ্ট যুক্তি দিয়ে উপস্থাপন করার গুন তার মধ্যে লক্ষ্যণীয় নয়।

কলেজ জীবনেও তেমন কোন মেয়ের সাথে সম্পর্ক করতেও দেখা যায়নি। বিভিন্ন ধরনের শাক সব্জি তার প্রিয় খাবারের তালিকার মধ্যে থাকে । জীবনে চলার পথের চড়াই উতরাই সম্পর্কে এখন তার তেমন কোন ধারনা নেই ।তার বাবা এখনো একজন সরকারি প্রতিষ্ঠানের উপার্জনক্ষম ব্যাক্তি।

বাহারউদ্দিনের বয়স এখন আটত্রিশ চলছে। লোকেরা তার বিবাহ নিয়ে অনেক রঙ্গ কৌতুক করে থাকলেও এগুলো সে গায়ে মাখেনা।

ঝাল খাবার তার খুব পছন্দ ।কিন্তু খাবার রান্না করার যে মানুষটি দরকার তা সে আজও জোগাড় করতে পারেনি। বিয়ের জন্য পাত্রী দেখতে গেলে সে নানারকমের সমস্যা দেখতে পায়। এমেয়ে খাটো, ও মেয়ে কালো, ও মেয়ের হাঁটাচলা ভালোনা ইত্যাদি ইত্যাদি । এজন্য মায়ের হাতের সুস্বাদু রান্নাই আজও তার উদর পূর্তি করতে সচেষ্ট হয় । এতে করে তার কিছু যায় আসে না ।মায়েরা তো কিছু কথা বলবেই ।

বেশ ভালোই আছে সে । এভাবেই চলছে তার জীবন । চাকরি করছে, দিন শেষে বাসায় ফিরছে, সপ্তাহের ছুটিতে মাঝে মাঝে পাত্রী দেখতে যাচ্ছে ।

মানুষের জীবনের গল্পগুলোর আড়ালে এমন হাজারও চরিত্র থাকে। তাদের জীবন কোন না কোন ভাবে কেটে যায় । তাদের কথা হয়তো কখনো পত্র পত্রিকাতে আসেনা। এভাবে চলতে চলতে সময়ের পরিক্রমায় সবাই সবকিছু ভুলে যায় ।এক সময় সবই অতীত ।

বাহারউদ্দিনের কনে দেখা

Post a Comment

2 Comments

  1. যেন মাঝ পথে তেল শেষ নাকি চাক্কা পানচার বুঝলাম না।খুব ভাল লাগছিল।

    ReplyDelete
    Replies
    1. আপনার মতামতের জন্য ধন্যবাদ । বাহারউদ্দিন একটি ধারাবাহিক চরিত্র । বাহারউদ্দিনকে নিয়ে এ পর্যন্ত দুটি পর্ব লিখা হয়েছে। সময় পেলে তৃতীয় পর্ব লিখব।

      Delete