Posts

Showing posts from September, 2022

Tamarind Reduces Hypertension

Image
Tamarind in controlling high blood pressure: Tamarind is a spring seasonal sour fruit our country but is available throughout the year. Many people believe that eating tamarind is bad for health and causes bleeding. This idea is completely wrong. Tamarind has a lot of nutritional and herbal properties. Tamarind controls high blood pressure in the body and is very beneficial for heart patients. Kabiraji, Unani, Homeo and Allopathic medicines are prepared from tamarind. Tamarind is known as heart tonic. It belongs to Leguminaceae family. Tamarind fruit has acidic pulp. It can be eaten raw and can also be used to make jams, jellies, pickles, syrups and drinks. Tamarind contains sufficient amount of vitamins, fiber, potassium, magnesium and other essential elements. Tamarind is useful in the diseases like scurvy, indigestion, and inflammation of the body. Tamarind reduces blood cholesterol. It also reduces body fat. Consuming tamarind syrup is good for

Ntrca- এর নিয়োগ ও এম.পি.ও জটিলতা

এনটিআরসিএর মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের এম.পি.ও নিয়ে হয়রানির শেষ কোথায় ? গত ফেব্রুয়ারিতে এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগ হয়। কেটে গেছে ছয়মাস। কিন্তু দেখা গেছে অনেকেরই এখনো এম.পি.ও ভুক্ত হতে পারেননি। তাঁদের সাথে কথা বলে জানা গেছে তুচ্ছ কারনে বার বার ফাইল রিজেক্ট হয়ে যাচ্ছে । কখনো উপজেলা থেকে, কখনো জেলা শিক্ষা অফিস থেকে, আবার কখনো বিভাগ থেকে। এমন অবস্থায় বিনা বেতনে চাকরি করে মানবেতর জীবনযাপন করছেন অনেকে। শিশির ভাই (ছদ্মনাম) গত নিয়োগে নিয়োগ প্রাপ্ত হন। এরপর তিনি এম.পি.ওর জন্য তিনবার আবেদন করেও এম.পি.ও ভুক্ত হতে পারেন নি। এখন তিনি পুরো হতাশ। তিনি আক্ষেপ করে বলেন মহান পেশায় এসে শেষ পর্যন্ত না আবার পরিবার নিয়ে না খেয়ে থাকতে হয় । এম.পি.ওর নামে আর কতকাল বেসরকারি শিক্ষকদের হয়রানি হতে হবে তা কেউ বলতে পারে না। সরকারি ভাবে যেহেতু নিয়োগ হয়েছে সেহেতু বেতন নিয়ে এত ঝামেলার কারন কিইবা হতে পারে এই ডিজিটাল বাংলাদেশে আমাদের মত সাধারন মানুষের মাথায় ঢুকে না। যথাযথ কর্তৃপক্ষের কাছে সবিনয় আবেদন যেন এম.পি.ও জটিলতা নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে শিক্ষক