Posts

Showing posts from August, 2022

বাহারউদ্দিনের কনে দেখা

কনে বাড়িতে বাহারউদ্দিন আপনাদের হয়তো মনে আছে এর আগেও বাহারউদ্দিনকে নিয়ে লিখেছিলাম। তার বাহারী কার্যকলাপ কারও অজানা নয়। এবার হয়েছে আর একটি মজার ঘটনা । কামাল ভাই, বাহারউদ্দিনের কলিগ, অফিসে গিয়ে বাহারউদ্দিনকে খোঁজে পাচ্ছেন না । তিনি বিষয়টি নিয়ে চিন্তিত । ছোট ভাই হিসেবে বাহারউদ্দিনকে অনেক স্নেহ করেন, ভাল- মন্দ খোঁজ খবর রাখের। পরে অফিসের অন্য কলিগের কাছে জানতে পারেন বাহারউদ্দিন কনে দেখার জন্য ছুটি নিয়েছে। বাহারউদ্দিনের বয়সের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। প্রায় আটত্রিশ হবে। বিকেলের দিকে কামাল ভাই বাহারউদ্দিনকে ফোন দিলেন খোঁজ নেওয়ার জন্য । তিনি বাহারউদ্দিনকে বললেল, কিব্যাপার বাহারউদ্দিন , কি খবর? পাত্রী পছন্দ হয়েছে? বাহারউদ্দিন যা বলল তাতে কামাল ভাই সহ আমরা সবাই হাসতে হাসতে শেষ। বাহারউদ্দিনের ঘটনাটা ছিল এরকম, আগের দিন অফিস থেকে ছুটি নিয়ে রেখেছি পাত্রী দেখতে যাব বলে। বড় বোন আর ভাগনেকে ফোন দিলাম তোমারা সকাল সকাল চলে এসো এক জায়গায় পাত্রী দেখতে যাব । আপা বড় ভাগনে মনির কে নিয়ে সকালেই চলে আসলেন। মনির বড় আপার বড় ছেলে। মাত্র বি,এস,সি ইঞ্জিনিয়ারিং শেষ করে মোটামুটি একটা

গ্রাম বাংলার লোককথা পঞ্চম পর্ব

Image
গ্রাম বাংলার গল্প প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে চলা নদী, বর্ষার জলে টইটম্বুর হয়ে, দুকোল উপচে উঠে আসে বসতবাড়ির কাছে, এমন একটা গ্রামের গল্প আজ লিখতে যাচ্ছি। একটি বাজার কে কেন্দ্র করে চারটি রাস্তা একত্রে মিলিত হয়ে চৌরাস্তা তৈরি হয়েছে । এই চৌরাস্তার চার রাস্তার পাশ গিরে গ্রামটি বৃস্তিত । ফসল লাগানোর সময় সবুজ, আর ফসল ঘরে তোলার সময় সোনালী আভা যেন উপচে পড়ে। চৌরাস্তায় গড়ে উঠা বাজার গ্রামটির পুরনো ঐতিহ্য । বাজারে সবরকম প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান থাকার কারনে আশেপাশের যে সব গ্রামে বাজার নেই তারাও ছুটে আসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়করার জন্য । সারাদিনের কাজ শেষে বাজারে চায়ের দোকানে আড্ডাও বেশ জমিয়ে দেয় গ্রামের মানুষ । তাদের আড্ডায় আসলে এলাকার সব খবর পাওয়া যায়। গ্রামে উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় থাকায় কমবেশি সকলেই তাদের ছেলেমেয়েদের অন্ততঃ মাধ্যমিক শ্রেণী পর্যন্ত পড়াতে পারে। গ্রামে আধুনিক সভ্যতার ছোঁয়া লাগতে শুরু করেছে । আসলে বিদ্যুৎ আসার পরই গ্রামের চেহারা ঘুরে যায় । গ্রামের প্রায় সম্পূর্ণ অংশে মুসলমানদের বাস হলে

Cell

Image
Cell- The smallest unit that can live on its own and that makes up all living organisms and the tissues of the body: Robert Hooke (1635-1703) in 1665 made thin section of wood cork and observed them under a microscope. He found there numerous little boxes like bee hives. Then he remembered seeing such small rooms for the priests to stay in the monastery. From this, he named the cork’s little box as “cell”. The word cell is derived from the Latin word cellula, means little box. Pic: Cell, Photo Credit: freepik. Table of Contents Deffinition Characteristics Types Structure Function Deffinition Different scientist defined cell with different definitions. Some of them noted below According to Jean Bracket (1961), ‘Cell is the basic structural unit of an organism.’ According to Loewy and Siekevitz (1963), a cell is a unit of biological activi

Plasmid

Image
What is Plasmid? A plasmid is a small double stranded circular DNA molecule found in bacteria andsome other microorganism. Plasmids are extra-chromosomal DNA, that means the are physically separate from chromosomal DNA. Replication of chromosome in unrelated to bacterial chromosome replication. Pic: Plasmid, Photo Credit: freepik. Plasmids are used in recombinant DNA technology as a carrier of target gene. In nature, plasmids frequently carry genes that aid in the survival of the organism and provide selective advantage such as antibiotic resistance. Artificial plasmids are readily used as vectors in molecular cloning, aiding to operate the replication of recombinant DNA sequences within host organisms. By the process of transformation, plasmid may be uptake by a bacterial cell . Now-a- days synthetic plasmids are also found commercially over the e-commerce market.