যে পথে চলতে গেলে পদে পদে বাঁধা তা অবশ্যই সত্যের পথ। জীবনে চলার পথে সত্য পথে চলার লোকের সংখ্যা অতি নগণ্য । সমাজ সভ্যতা আজ এমন অবস্থায় পৌঁছে গেছে অন্য মানুষকে ঠকিয়ে অসত্য পথে চলাকেই আদর্শ হিসেবে ধরা হচ্ছে । হওয়ায় কথা ছিল উল্টোটা। অসৎ অকর্মণ্য লোকের মুখে মধুর বাণী ঝরে বললে ভুল হবে বাণী বর্ষিত হয় বৃষ্টির মত। আমরা চালাকের মতো অভিনয় করা বোকারাও তাদের কাছে ধোঁকা খেয়ে সত্য পথ থেকে আলোকবর্ষ দূরত্বে ছিটকে পড়ি। আমরা ভুলে যাই সত্য পথের পথিক মেহনতি মানুষের ঘামের বিনিময়েই গড়ে উঠে নতুন নতুন সভ্যতা। মেহনতের মূল্য টাকা দিয়ে পরিশোধ করা আমি কোন মূর্খ, অর্বাচীন । শ্রমের কিছু মূল্য নাহয় দিতে পারি, ঘাম আর আবেগের কি কোন মূল্য হয় । যুগের পর যুগ চলে যায় সত্য পথের পথিক পথ দেখায় নতুন পথের দিশায়। চলে অবিচল, নিরবে, শব্দহীন ।
0 Comments