প্রথম স্কুলে যাত্রা

স্কুলে যাওয়ার বিশেষ মুহূর্ত

প্রথম স্কুলে যাত্রা
Pic:প্রথম স্কুলে যাত্রা ,freepik

জীবনে প্রথমদিন স্কুলে যাওয়া আসলে সবার জীবনে একটি বিশেষ মুহূর্ত।কেমন যেন একটা উৎসাহ ,উদ্দীপনা কাজ করে।আগের দিন রাতে ভালোভাবে ঘুম হয়না।যেদিন প্রথমদিন স্কুলে যেতে হয় সেদিন অনেক সকালে ঘুম থেকে উঠতে হয় ।তারপর আছে প্রস্তুতি পর্ব ।ব্রাশ করা, হাত মুখ ধুয়া, খাওয়া দাওয়া করা, এগুলো করতে অনেক সময় কেটেযায়।এরপর যথাযথভাবে স্কুল ইউনিফর্ম পরিধান করে প্রস্তুতি পর্ব শেষ করতে হয় ।ব্যাগ পত্র, খাতা, পেন্সিল গোছানো এগুলোর জন্যেও সময় লাগে ।অতপর রিক্সা করে স্কুল গেটে গিয়ে নামা।স্কুলে গেটে যথাযথভাবে পরিচয় প্রদান করে স্কুলের ভিতরে প্রবেশ করা।স্কুলের ভিতরে প্রবেশ করার পর নির্দিষ্ট রুমে গিয়ে আসনগ্রহন করা।আসন গ্রহণের পর পরই শুরু হয় পরিচয় পর্ব ।শ্রেণী শিক্ষক এক এক করে সবার পরিচয় জিজ্ঞাসা করে।সবাই সবার সাথে পরিচিত হয়।পরিচয় পর্ব শেষ হলে প্রাথমিক ভাবে বাংলা, গনিত , ইংরেজি ক্লাস হয় ।একে একে ক্লাস শেষ করতে দুই - তিন ঘণ্টা সময় লেগে যায় ।নতুন জায়গা একা একা শ্রেণীকক্ষে বসে থাকতে উদ্বেগ কাজ করে।ক্লাস শেষ করে এবার বাড়ি ফেরার পালা।স্কুল থেকে বের হয়ে রিক্সা করে বাড়ি ফেরা।বাড়িতে ফিরে স্কুল ইউনিফর্ম খোলে স্বস্তির নিশ্বাস ফেলা। এভাবেই শুরু হয় আমাদের স্কুল যাত্রা ।

Post a Comment

0 Comments