জোছনা রাতে ফুটবল খেলা

একটি স্মরনীয় রাত:

জোছনা রাতে ফুটবল খেলা

যে সময়ের কথা লিখছি তা অনেকদিন আগের কথা।প্রায় বছর পঁচিশ হবে। গ্রামে গন্জে তখনো বিদ্যুৎ যায়নি।গ্রামের এক স্কুলের কমিটি আর শিক্ষকরা মিলে সিদ্ধান্ত নিলেন স্কুলের ছাত্রদের সার্বিক উন্নয়নের জন্য হোস্টেল চালু করা হবে। যেই কথা সেই কাজ । এর পনের দিন পরে পঞ্চাশ জন ছাত্র নিয়ে শুরু হল স্কুল হোস্টেলর যাত্রা ।দুজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হল ছাত্রদের সার্বিক দেখভাল করার জন্য ।শিক্ষকদের পূর্ণ নির্দেশনায় হোস্টেল চলতে থাকল সুষ্ঠুভাবে।ছাত্রদের পড়াশোনার গতিও বেশ বেড়ে গেল। সবাই নতুন উদ্যমে উৎসাহ উদ্দীপনা নিয়ে পড়াশোনা করতে লাগল।কিছু দিনের মধ্যেই এলাকায় সুনাম ছড়িয়ে গেল স্কুল হোস্টেলর।নতুন নতুন অভিভাবকরা আসতে শুরু করল তাদের ছেলেদের ভর্তি করতে।দেখতে দেখতে হোস্টেলে কয়েকশ জন ছাত্র হয়ে গেল।এবার আসল কথায় আসি , হোস্টেল পড়াশোনার পাশাপাশি খেলাধূলাও চালু ছিল।যে দুজন শিক্ষক হোস্টেলের দায়িত্বে ছিলেন তাদের মধ্যে একজন ক্রীড়াবিদ শিক্ষকও ছিলেন ।তিনি ছাত্রদের খেলাধূলার প্রতিও গুরুত্ব দিতেন।সবচেয়ে মজার বিষয় হলো তিনি মাঝে মধ্যে রাতে চাঁদের আলোয় ফুটবল প্রতিযোগিতা ম্যাচ আয়োজন করতেন ।চাঁদের ফুটফুটে আলোতে ফুটবল খেলা সত্যিই অসাধারণ উপভোগ্য ব্যাপার ।ছাত্ররা দুই দলে বিভক্ত হয়ে শুরু করত ফুটবল ম্যাচ ।চরম উত্তেজনাপূর্ণ ছিল এক একটি ম্যাচ । কয়েক ঘন্টা যাবৎ চলত এমন ফুটবল খেলা।আসলে পুরনো দিন গুলো যেমন ফিরে পাওয়া যাবেনা তেমনি পুরনো বন্ধুদের সাথেও তেমন আর একটা দেখা হয়না।তবুও স্মৃতির পাতা থেকে এরকম উপভোগ্য মুহূর্তগুলো মুছে ফেলা যায়না কোন ভাবেই।রয়ে যায় মনের কোনে। স্মৃতির অতলে তলিয়ে গেলেও আবার মনের সুতো টেনে আবার ভেসে উঠে চোঁখের সামনে।এমন সুখস্মৃতি কেউ কখনো ভুলতে চায়না।সুন্দর মুহূর্তগুলো ভুলার প্রয়োজনই বা কতটুকু বলেন ।

Post a Comment

0 Comments