শেরপুর ভ্রমন-দ্বিতীয়/ শেষ পর্ব

শেরপুর ভ্রমন

শেরপুর ভ্রমন
শেরপুর ভ্রমন

প্রথম পর্বের পর থেকে------ সারাদিন ঘোরাঘুরির পর আবার আমরা শেরপুর শহরে ভাইয়ের বাসায় চলে আসলাম।রাতে খাওয়া-দাওয়ায় পর সবাই বসে সিদ্ধান্ত নিলাম আগামীকাল সকালে আমরা বেড়িয়ে পড়ব মধুটিলা ইকোপার্কের উদ্দেশ্যে ।ভোর হতেই হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, সকালের খাবার খেয়ে বেড়িয়ে পরলাম।মধুটিলা ইকোপার্ক জেলা শহর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে ।আমরা বাসে উঠে রওনা হলাম।সকাল এগারোটা নাগাদ আমরা পৌছে গেলাম মধুটিলায়।এখানে রয়েছে বিভিন্ন শোভাবর্ধনকারী এবং বিরল প্রজাতির গাছ ।এছাড়া আছে ওষুধি গাছের বাগান। এখানে রয়েছে ছোট বড় অনেক গুলো টিলা । আমরা সবাই আনন্দের সাথে এক টিলা থেকে অন্য টিলায় উঠানামা করলাম। এখানে ঝুলন্ত সেতু রয়েছে বেশ কয়েকটি, যা এর সৌন্দর্যকে বৃদ্ধি করেছে। ঝুলন্ত সেতুগুলো লেকের উপর দিয়ে । ঝুলন্ত সেতু দিয়ে লেকের অন্য প্রান্তে যাওয়া সত্যিই রোমাঞ্চকর।এভাবে ঘোরাফেরা করতে করতে সারাদিন কেটেগেল।সন্ধ্যা হয়ে যাওয়ায় আমরা শেরপুর শহরে ভাইয়ের বাসায় ফিরে যাওয়ার জন্য রওনা হলাম। শহরে পৌছতে পৌছতে বেশ রাত হয়ে গেল। খাওয়া দাওয়ার পর আমরা ঘুমাতে চলে গেলাম।পরবর্তী দিন সকাল বেলা খাবার খেয়ে আমরা সবাই সিদ্ধান্ত নিলাম এবার বাসায় ফিরব। ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ।ঢাকায় ফিরে যে যার মতো কর্মব্যস্তত্য হয়ে পড়লাম। কিন্তু এই ভ্রমণের স্মৃতি আজও আমাদের কাছে জীবন্ত। মনে হয় এইতো কয়েকদিন আগ ঘুরে এসেছি ।স্মৃতি গুলো আজও শত ব্যস্ততার মাঝেও স্বস্তি দেয় আমাদের । মন চায় আবারো বেরিয়ে পড়ি এমন ভ্রমনে ।

Post a Comment

2 Comments