শূন্য বাগান

ভরা মাঠে খেলে বেড়ায় জোছনা খল খল তার হাসি,
হাহাকার করে তার মনে,
শূন্যতার পাহাড় চেপে আছে,
বুকের মাঝে।
চাঁদের হাসি তাকে স্পর্শ করেনা,
হিমালয়ের সমান উচু ভালোবাসা,
শূন্য হৃদয়ের কাছে, মূল্যহীন ।
অভাবী কৃষক
কষ্টের ফসল
তুলে ঘরে
মনটা তার আনন্দে ভরে
পরক্ষণেই বেধনা
পাওনাদারের টাকা মেটানো
ফসল সব সওদ
পারে কী কেউ
পূর্ণ চন্দ্রগ্রহনে জোন্সনায় ভিজতে
হয়তো পারে নয়তো না
তবুও থেমে নেই ,
শূন্যতার পশরা,
বয়ে চলে চক্রবৃদ্ধি হারে,
এপার থেকে ওপারে।

Comments

Post a Comment

Popular posts from this blog

টাইট্রেশন

সত্য পথ

"Achieving Radiant Skin: The Ultimate Guide to Choosing the Best Face Wash"