অবষন্ন প্রেম

কবিতার কোল জুড়ে কষ্ট
ভালোবাসার উত্তাপ
হৃদয় ছেদনকারী অস্র
নোঙর তোলা পাল
আজ পথ ভ্রষ্ট ।
বেদনার কোল জুড়ে
নিদারুণ হাহাকার
অসীমের বুক আজ
মরুময় রুদ্রতায় উষ্ণ।
কল্পলোকের সীমানার দিগন্ত
অলিক কালোমেঘে দগ্ধ ।
আষাঢ়ের বাতাস বহেনা
শিরা উপশিরায় বিষ
করে অবিরত অবসন্ন ।
ঠুনকো প্রেম বহমান
অবিরত ধারার
পরাবাস্তব দুনিয়ায়
আজ বড় আপনময়।
বিষন্ন প্রেমিক আজ রিক্ত
আহাজারি আওয়াজ
দুনিয়ার বুকে আজ তুচ্ছ ।

Post a Comment

0 Comments