HTML (Hyper Text Markup Language)

HTML নিয়ে সংক্ষেপে আলোচনাঃ

আমরা যারা website design নিয়ে কাজ করতে চাই তাদেরকে অবশ্যই HTML শিখতে হয় ।যেমন একটি উদাহরণ দেওয়া যাক - Google এর free website হচ্ছে blogger বা blogspot. Blogger website- এ দুই ভাবে লিখা যায় । ক) HTML view খ) compose view. এখন প্রশ্ন হচ্ছে কেন HTML view এ গিয়ে HTML editor দিয়ে লিখব?এর কারন হচ্ছে HTML code একটি web page এর ছবি এবং লিখার সঠিক বিন্যাস বজায় রাখে। একটি web page কে নানারকম design এ সাজাতে HTML একটি কার্যকরী ভাষা।

HTML
pic: HTML.Pic. from freepik.

তাছাড়া প্রায় সব web browser ই HTML support করে। সার্চ ইঞ্জিনের যে বোট বা crawler থাকে সেগুলো HTML দিয়ে তৈরি webpage কে সহজেই পড়তে পারে ।

Post a Comment

0 Comments